ববিতে পালিত হলো মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

সাব্বির আহমেদ, ববি: বরিশাল জেলা প্রশাসনের আহ্বানে বরিশালের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংগতি রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি।

৩ আগস্ট সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্ধোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সুব্রত কুমার দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মকর্তা– কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো: বাহাউদ্দিন গোলাপ, অফিসার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান, সহকারি রেজিস্ট্রার মো: মিলন,ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক মো: নজরুল ইসলাম হাওলাদার, জনসংযোগ কর্মকর্তা মো: ফয়সাল মাহমুদ রুমি সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ২০১৯ তারিখ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয় যা অদ্যবধি পর্যন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যহত থাকবে।

মন্তব্য করুন