
কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধিঃ আজ সকালে পটুয়াখালীতে ‘আমার বাড়ি আমার ঘর, রাখব সদা পরিস্কার’ এই শ্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছনতা বিষয়ে অভিযান পরিচালিত হয়েছে। পটুয়াখালী পৌরসভা’র উদ্যোগে শনিবার পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা ঔষধ প্রয়োগ করা হয়।
দেখাগেছে, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, শেরেবাংলা বালিকা বিদ্যালয় এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে পটুয়াখালীবাসি সেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সেচ্ছোসেবক ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা ঔষধ প্রয়োগ করে।
পৌর মেয়র মোঃ মহিউদিদ্দন আহমেদ বলেন, সকলে আমরা নিজ নিজ বাড়ির আঙ্গিনা সহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে সকলেই আমরা সুস্থ থাকতে পারবো।
ইতোমধ্যে মশার উপদ্রব কমাতে শহরের ড্রেন ও খাল গুলোতে যাতে স্বাভাবিক ভাবেই পানি চলাচল করতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় মশার ঔষধ স্প্রে করা হচ্ছে। কোথাও মশার উপদ্রব বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে পৌর কাউন্সিলর কিংবা সরারসি মেয়কে অবহিত করার আহবান জানান।
আইএ/পাবলিক ভয়েস

