গুজব ও ডেঙ্গু প্রতিরোধে আ. লীগের লিফলেট বিতরণ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেওয়া নানা কর্মসূচির মধ্যে আজ পালিত হয়, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে,জনগনকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরন।

লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী ১ ও সাধারণ সম্পাদক কাজী আলমগীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, দেশে একদল কুচক্রকারী, শান্তিপ্রিয় মানুষদের মাঝে গুজব রটিয়ে দেশকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ করে বলেন এই কুচক্রীদের ধরতে আপনারাও সদা সোচ্চার থাকবেন এবং আইনের সহযোগিতা করবেন। এরপর শহরের নিউ মার্কেট গোল চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে লঞ্চঘাটে গিয়ে শেষ করেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন