যারা কাজ করে না তারাই আতঙ্ক তৈরি করে: কাদের

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নির্মূলে সরকার কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। যারা কাজ করে না তারাই আতঙ্ক তৈরি করে।

আজ শনিবার (৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ডেঙ্গু নির্মূলে কাজ করছে সরকার, আতঙ্কিত নয় সতর্ক হতে হবে। যতদিন পর্যন্ত ডেঙ্গু মশা আক্রমণ থেকে জনগন রক্ষা না পাবে ততদিন আ.লীগের পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানান সেতুমন্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলাদেশে আজকে মনিটরিং সেল গঠন করা হবে একই সাথে দলের সবাইকে অতিকথন থেকে বিরত থেকে কাজে মনোনিবেশ এর আহ্বান জানান আ.লীগের সাধারণ সম্পাদক।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন