
আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সারাদেশে ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। তাই সরকার ও দল একসাথে ডেঙ্গু প্রতিরোধে একসাথে কাজ করছে। আর বিএনপি ডেঙ্গু ও বন্যা মোকাবিলায় ফটোসেশান করে।
আজ শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযানের ২য় দিনে এসব কথ বলেছেন আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন কাজ করছে। ডেঙ্গু এখন এশিয়া মহাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সরকার ও দল একসাথে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। বিএনপি ডেঙ্গু ও বন্যা মোকাবিলায় ফটোসেশান নিয়ে ব্যস্ত বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেছেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে আমরা প্রতিরোধ করতে পারব না। ডেঙ্গু মোকাবেলায় আমরা ইনশাল্লাহ বিজয়ী হব।
দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কর্মকা- নিয়ে প্রশ্ন না করে আসুন, আমরা একযোগে কাজ করি। এ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবারই দায়িত্ব আছে। আসুন, আমরা একযোগে এ কর্মসূচীকে সফল করে তুলি।
জিআরএস/পাবলিক ভয়েস

