ববিতে ছাত্রলীগের ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্দ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে।  ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা ও শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ।

সংগঠনটির উদ্যোগে আজ (১ আগষ্ট) বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু হলের সামনে থেকে ‘আমি করি, আপনি করুন, আমরা সবাই করি’ এ স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. একে এম মাহবুব হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ছাত্র লীগের নেতা কর্মী ও কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. একে এম মাহবুব হাসান বলেন, ‘সকল ভালো কাজের সাথে আছি। বিভিন্ন সামাজিক সংগঠনসহ ছাত্রলীগ ক্যাম্পাস পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে, সবার ভালো কাজের ধারাবাহিকতা বজায় থাকুক।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, আমরা সবসময়ই ছাত্র বান্ধব কাজ করতে চাই। তারই অংশ হিসেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি। ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। আর এক ছাত্রলীগ নেতা আলিম সালেহী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মচারীরা ঠিক ভাবে কাজ করে না। ময়লা আবর্জনা যেখানে সেখানে পরে থাকে। আমরা সেগুলা একত্রিত করে বিভিন্ন জায়গায় ব্লিসিং পাউডার দিয়েছি।

উদ্বোধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হলের আশেপাশের স্থান পরিস্কার করে। এতে ছাত্রলীগের প্রায় প্রায় চল্লিশ জন নেতাকর্মী অংশগ্রহণ করে।

মন্তব্য করুন