মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় হিন্দু যুবক আটক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

আশরাফ আলী, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শুভ সরকার (১৮) নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করে। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের   মহানন্দ সরকারের সন্তান শুভ সরকার। 

জানা গেছে, গত মঙ্গলবার শুভ সরকার পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় রাজাপুরসহ মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সেফবুক পোস্টে সে লিখেছে, এ কেমন ধর্ম হাজারো পশু হত্যা করে উৎসব পালন! গত রাতে রাজাপুর এলাকায় কিছু মানুষ তার পোস্টের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভিক্ষোভের মুখে অভিযুক্ত শুভ সরকারকে আটক করতে বাধ্য হয় পুলিশ। জানা গেছে গত রাতে তাকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী শুভ সরকারের ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন