বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে ১০ লক্ষ গাছ বিতরণ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

কাউসার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল প্রাথমিক- মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের মাস আগস্টে মাসব্যাপী দশ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে।

আজ শোকের মাসের ১ম দিনে ডিসি মঞ্চ, পটুয়াখালীতে মান্যবর বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করা হয়। আজ উদ্বোধনী দিনে সদর উপজেলার ০৮ টি বিদ্যালয়ের প্রায় ৬০০০ শিক্ষার্থীদের মাঝে ২ টি করে গাছের চারা বিতরণ করা হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন