ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী বিনির্মাণে বৃক্ষরোপনের বিকল্প নেই

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেন আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ-শ্যামল-নির্মল পৃথিবী উপহার দিতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। ৩১ জুলাই দুপুর ১.৩০ টায় ১২৪ সোস্যাল মুভমেন্ট-এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (সিইউডিএস)-এর সহযোগিতায় এবং ইয়ং ইকোনমিস্ট সোসাইটি’র (ইয়েস) ও আমেরিকান কর্ণার-এর অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সম্মুখস্থ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চবি আইন অনুষদের ডিন সিইউডিএস’র মডারেটর প্রফেসর এ বি এ আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, চবি বোটানিক্যাল গার্ডেনের ইনচার্জ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, ১২৪ সোস্যাল মুভমেন্টের ফাউন্ডার চবি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন এবং উপদেষ্টা চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শ্রেণির অবিবেচক মানুষের আগ্রাসনে প্রতিদিন বৃক্ষ নিধনের মাধ্যমে প্রাকৃতিক বন ধ্বংস করার ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এ জন্য পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে আরও বলেন, শুধু বৃক্ষরোপন করলে হবে না এর সঠিক পরিচর্যার মাধ্যমে বৃক্ষকে বাঁচিয়ে রাখারও উদ্যোগ গ্রহণ করতে হবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সিইউডিএস’র সভাপতি জনাব হিমাদ্রি শেখর নাথ ও সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন সুজন, ১২৪ সোস্যাল মুভমেন্টের কো-অর্ডিনেটর জনাব রুবেল দাশ ও অর্থ সম্পাদক জনাব রুবেল আহসান এবং ইয়েস-এর প্রেসিডেন্ট জনাব মিশুক রায় ও জানাব দিদারুল ইসলামসহ চবি’র কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ চট্টগ্রাম বিভাগে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার বৃক্ষ রোপন করা হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন