
কাউসার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: বাঙ্গালী জাতির অভ্যুদয়, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রত্যয় ও উন্নয়নসহ সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে অব্যাহতভাবে আলোচনা করে ব্যাপক সাড়া যুগিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিস্ট কবি ও আবৃত্তিকার মোঃ শাহজাহান খান।
এ ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪টায় পটুয়াখালী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের শ্রেনীকক্ষে ইনিস্টিটিউটের দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন পি.টি.আই’র সহকারী সুপারিনটেনডেন্ট অরুন কুমার পান্ডে, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, ইনস্ট্রাক্টর (কৃষি) মোঃ শাখাওয়াত হোসেন। মুক্তিযোদ্ধা শাহজাহান খান তার দীর্ঘ আলোচনায় বাঙ্গালী জাতির অভ্যুদয়, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রত্যয় ও উন্নয়নসহ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এ আলোচনা শিক্ষক প্রশিক্ষনার্থীরা জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন বলে একাধিক শিক্ষার্থী মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পাকিস্তানী হানাদারদের পরাজিত করেছিল। পাকিস্তানীরা পরাজিত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ছেলেধারা, গলাকাটা ভিত্তিহীন নিছক গুজব তৈরি করে তাই এদের মদদদাতাদের চিরতরে নির্মূল করতে জাতিকে একাত্তরের মতো আবারো ঐক্যবদ্ধ হতে হবে।
জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী ছাত্র, শিক্ষক, অভিভবক, সমাজকর্মীদের নিয়ে সভা আয়োজন করে সকল প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করা হয়েছে। ইতিহাস বিকৃত করে নতুনদের ভুল শেখানো হয়েছে। ফলে নতুনরা সঠিক ইতিহাস থেকে অনেক দূরে চলে গেছে। নতুনদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের সজাগ করতে হবে।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিস্ট কবি ও আবৃত্তিকার মোঃ শাহজাহান খান বাঙ্গালীর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দুই বছর অধিক সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত বিষয়ের আলোকে আলোচনা করে আসছেন। তার এ উদ্যোগ ও আলোচনা অব্যাহত রাখবেন বলেও মুক্তিযোদ্ধা শাহজাহান খান জানান।
আই.এ/পাবলিক ভয়েস

