বিরোধী দলে থাকবে জাতীয় পার্টি; মন্ত্রী থাকবে না কেউ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯
এরশাদ

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও জাতীয় পার্টির কোন সংসদ সদস্য মন্ত্রী সভায় অর্ন্তভুক্ত হবেন না।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরে আজ ‘সকলের অবগতির জন্য’ শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, পদাধিকার বলে পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসাবে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানানো হয় । (বাসস)

প্রসঙ্গত: গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এরমধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। মহাজোটের বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে মাত্র ৭টি আসনে জয়ী হয়েছে

মন্তব্য করুন