১১ জানুয়ারি জবির প্রথম সমাবর্তন

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

জবি প্রতিনিধি: আগামী বছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন। সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করার সম্মতি জ্ঞাপন করেছেন।

গতকাল রোববার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রালয়ের উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় পত্রে।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ৯(এক) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী ১১ জানুয়ারি ২০২০ তারিখ বেলা ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ১ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সূত্রানুযায়ী ১৮,২৮৪ জন শিক্ষার্থী ১ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে। এর মধ্যে কলা অনুষদের ৩৬২৩ জন, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৫৪৩৫ জন, বিজ্ঞান অনুষদের ৩০৪৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৪১০ জন, আইন অনুষদের ৩৩৪ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৪৩৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

মন্তব্য করুন