

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ১৯ জানুয়ারী বিজয় সম্মেলন করবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জানুয়ারি রোজ শনিবারে দুপুর ২ টা ৩০ মিনিটে এ অনুষ্ঠান শুরু হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তত সম্পাদক ড. আ. সোবহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিবৃতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত: প্রসঙ্গত: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোটে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট পায় ২৬৬ আসন, বিএনপি জোট ৭ আসন, জাতীয় পার্টি ২২ ও অন্যান্য রাজনৈতিক দল পায় ৪ আসন। অধিকাংশ আসনেই আওয়ামী জোটের জয়ী প্রার্থীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ১ লাখের বেশি ভোটের ব্যবধান রয়েছে।বিএনপিসহ অন্যান্য দল দাবি করে আসছে নির্বাচন সুষ্ঠু হয়নি যদিও আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন বলে আসছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।