ডেঙ্গুর কাছে হেরে গেলেন ঢাবির ফিরোজ

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজ কবীর স্বাধীন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

নিহত ফিরোজ কবীর স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর রুমে থাকতেন। তিনি ২০১৩-১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যানস বিভাগের আবাসিক ছাত্র ছিলেন।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান বলেন, ফিরোজ কবির স্বাধীন মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চলতি মাসের ১৮ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ফিরোজ কবীর স্বাধীন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। ঢামেকে ভর্তি করানোর পর তার শরীরের অবস্থা আরও ভালো করানোর জন্যে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার।

এদিকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পুনরায় ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হারে খারাপ হওয়ায় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) তার পরিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করান। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন