মাদক মামলায় দুধের শিশু কারাগারে

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

দেশে মাদক ব্যবসার রমরমা অবস্থা। মাদক ব্যবসা যেমন চলছে তেমনি জোরকদমে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। প্রতিদিনই কিছু মাদক ব্যবসায়ী আটক হচ্ছে। তাদের জেল-জরিমানা হচ্ছে। কিন্তু এবার শোনা গেলো চাঞ্চল্যকর ঘটনা। পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবা ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে কারাগারে পাঠানো আড়াই বছরের শিশুকেও। ছোট্ট শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় এলাকা ঘিরে হইচই চলছে।

জানা গেছে, গতকাল শুক্রবার (২৬ জুলাই) ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে মা ও শিশু পুত্রকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে ইন্দুরকানী গ্রামের মিজানুর রহমান তারা গাজীর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা গাজী পালিয়ে গেলেও পুলিশ তার বাসা তল্লাশি করে পঞ্চাশ পিস ইয়াবাসহ তার স্ত্রী শিমুল বেগম ও আড়াই বছরের শিশুপুত্র সোহানকে আটক করে।

শুক্রবার মা ও শিশু পুত্রকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, ‘মাদক মামলায় ইয়াবা ব্যবসায়ী তারা গাজীর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। তার শিশুপুত্রও তার সঙ্গে কারাগারে রয়েছে।’

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন