শতাধিক নবীন আলেমকে ইশা ছাত্র আন্দোলন নগর উত্তরের সংবর্ধনা

প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে শতাধিক নবীন আলেমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রামপুরাস্থ আবু সাঈদ অডিটোরিয়ামে নগর সভাপতি মুনতাছির আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাজ্জাক- এর সঞ্চালনায় নবীন আলেম সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন- এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ প্রচার সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হানিফ মিয়া, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি আবু তালহা, ইশা ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু হানিফ, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমাদ প্রমুখ নেতৃবৃন্দ।

/এসএস

মন্তব্য করুন