
গত ৬ দিন ধরে কিশোরগঞ্জ থানার বেতরাহাটি গ্রামের আবুল বাশার সফিউল্লাহ (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে।আবুল বাশার কিশোরগঞ্জের বেতরাহাটি গ্রামের উমর সিদ্দিকের পুত্র। সে জেলার বড়বাজারস্থ আলহাজ্ব শামছুদ্দীন ভূইয়া জামিয় ইসলামিয়া মাদরাসার নাহবেমীর জামাতের ছাত্র। বর্তমানে কিশোরগঞ্জ সদর থানার সতালে ইমিরেট’স প্লাজায় তার পরিবার বসবাস করছে।
আবুল বাশারের বড় ভাই নূর মুহাম্মদ সাইফুল্লাহ আওয়ার ইসলামকে জানান, তার ছোট ভাই সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যায়, তারপর আর ফিরেনি। পরিবারের সকল সদস্য মিলে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি।
এদিকে মাদরাসার ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় ‘ছেলেধরা’ আতংক বিরাজ করছে। নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রের পরিবারের দেখা দিয়ে উদ্বেগ উৎকন্ঠা। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৭৬৭৯৬৯৮২৪, ০১৭৭৭৯৬২৮৬৪, ০১৭৮৩৪৮৫৪১৭
আইএ/পাবলিক ভয়েস

