
কাওছার আহমেদ: গুজব ও গণপিটুনিতে মানুষ হত্যা বন্ধ করতে বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক ঘোষিত ২৫-৩১ জুলাই পর্যন্ত ‘গণসচেতনতা সপ্তাহ’ পালিত হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীতে ‘গণসচেতনতা সপ্তাহ’ পালিত হচ্ছে। অনুষ্ঠানে পুলিশ-জনতা মিলে গুজব-গণপিটুনি প্রতিরোধের অঙ্গীকার করেন।
জানা গেছে, পটুয়াখালী জেলার পুলিশ লাইনস্, এর সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালী জেলার পুলিশ সুপার এ সভায় সভাপতিত্ব করেন।
গত কয়েকদিন ধরে ছেলেধরা গুজবের জেরে বেশ কয়েক জন মানুষ মারা গেছে। পদ্মাসেতুতে মাথা প্রয়োজন হওয়ায় এসব মাথা নেওয়া হচ্ছে বলেও গুজব ছড়িয়েছে। ২০ জুলাই তাসলিমা রেনু নামের এক মহিলাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। চার বছরের মেয়েকে নিয়ে ওই মহিলা স্কুলে গিয়ে ছিলেন তথ্য সংগ্রহ করতে।
রেনুর চার বছরের মেয়ের জীবন এখন অন্ধকার। সবচেয়ে বড় কথা হলো, রেনু মরে যাওয়ার পরও তাকে বেধরক পিটিয়েছে জনগণ। এমনভাবে আর কোনও রেনুর জীবন যেন ধ্বংস না হয় সেজন্য অনুষ্ঠানে পুলিশ-জনতা মিলে গুজব প্রতিরোধের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি, ডিসি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরগণ, ছাত্রলীগ, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
আইএ/পাবলিক ভয়েস

