
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শুক্রবার এবং তার পরবর্তী সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: আর নেই সৈয়দ আশরাফ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে শুধুমাত্র জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সকল সংগঠননিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়।