
পুলিশ ব্যুরো অব ইনফেস্টিগেশ (পিবিআই) এর মাধ্যমে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তদন্তের দাবি জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। আজ বুধবার সকালে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আয়েশা সিদ্দিকা মিন্নি এই হত্যা মামলার প্রধান সাক্ষী হলেও এখন আসামি হয়ে কারাগারে আছেন।
অবশ্য শুরু থেকেই মিন্নির বিরুদ্ধে আনা অভিযোগ তার বাবা মোজাম্মেল হক কিশোর অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার মেয়ে ষড়যন্ত্রের শিকার। তাকে ফাঁসানো হচ্ছে।’ তিনি অভিযোগ করছেন, তার মেয়ের কাছ থেকে জোর করে জবানবন্দী নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলখানায় যখন আমি কথা বলতে গেছি তখন মেয়েটা আমার কান্নায় ভেঙে পড়ে। সে বলেছে, ‘বাবা পুলিশ আমাকে যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। স্বামীকে আমি কেন খুন করাতে যাব।’
আইএ/পাবলিক ভয়েস

