
আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদরাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কয়রাডাঙ্গা এতিমখানা হাফেজিয়া মাদরাসার পাশে অবস্থিত ইটভাটা সংলগ্ন আম বাগান থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম আবির । সে ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার খালকুলা ইউনিয়নের খালিশপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে উপজেলার দৌলতপুর নানা বাড়িতে থাকতো। ৬মাস আগে কয়রাডাঙ্গা এতিমখানা ও হাফেজিয়া মাদরাাসায় প্রথশ শ্রেণীতে ভর্তি হয়।
গতকাল মঙ্গলাবার (২৩ জুলাই) রাতে এশার নামাজের পর থেকে আবির নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর আজ সকালে মাদরাসার পাশের স্থানীয় একটি ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলমডাংঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে তারা এসে লাশ উদ্ধার করে। এঘটনায় তদন্তে করে বিস্তারিত জানানো হবে।
/এসএস

