
কাওছার আহমেদ: পটুয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আজ ২৩ জুলাই এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আজমত গ্রুপের সহযোতিায় জেলার ৮টি উপজেলা দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুপুর ২টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী ১ আসনের সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. শাহজাহান মিয়া।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আজমত গ্রুফের চেয়ারম্যান ড. মো. আতহার উদ্দিন সিআইপি, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পটুয়াখালী সদর উপজেলা দল বনাব দশমিনা উপজেলা দল। উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল খেলায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন ও সদস্য আ.ন.ম. আমিনুল হক মামুন।
আইএ/পাবলিক ভয়েস

