
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষার্থীদের লাগানো তালা ভাঙতে গিয়ে ছাত্রলীগের সাথে ধাক্কাধাক্কি এবং মারধরের ঘটনা ঘটে। এ সময় ডাকসু সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা ভিসি কার্যালয় সংলগ্ন গেটে তালা দিয়ে যথারীতি সেখানে অবস্থান করছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা গেটের তালা ভাঙতে বাধ্য করে। পরে বাধা প্রদান করলে তারা আমাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা ডাকসুর নেতা আকতারকে মারধর করে।
এদিকে আকতারকে মারধরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভে নেতৃত্বে দেন ভিপি নুরসহ ডাকসুর কয়েকজন নেতা।
রাজধানীর সাত কলেজ অধিভুক্তির ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

