বন্যায় ক্ষতিগ্রস্ত মাদরাসা পুননির্মাণে মাওলানা আইয়ূবীর নেতৃত্বে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ, মজলিসে তালীমুস সুন্নাহ’র মহাসচিব আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ূবীর নেতৃত্বে একদল ওলামায়ে কেরাম আজ সিরাজগঞ্জ টাঙ্গাইলের গহীন চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মাদরাসা পরিদর্শন করেন এবং পূননির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করেন।

বন্যায় সিরাজগঞ্জের চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত মাদরাসার বেহাল অবস্থা সম্পর্কে অবগত হলে তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন আলেম সফরসঙ্গী হিসেবে সফর করেন।

পরে সিরাজগঞ্জের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আব্দুল বাসেত খানের দিকনির্দেশনায় নৌকা করে চরাঞ্চলে গমন করেন তারা।

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন চরে প্রায় বিশটি ক্ষতিগ্রস্ত মাদরাসায় যান তারা এবং ক্ষতিগ্রস্ত মাদরাসাগুলোতে ক্ষতির পরিমাণ অনুপাতে কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় প্রায় বিশটি মাদরাসায় নগদ কয়েক লক্ষ টাকা প্রদান করেন তারা।

মাওলানা আইয়ূবী ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ওয়ায়েজ মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুল লতিফ খান, মুফতী শহিদুল ইসলাম জাফরী, মুফতী নাছির বিন আছগর, মাওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা যোবায়ের ও মুফতী সালাহুদ্দীন মাসউদ প্রমুখ।

মন্তব্য করুন