জাতীয় পার্টিতে যোগ দিলেন মহানগর বিএনপি নেতা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মো. শামসুল হক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সোমবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক।

আজ সোমবার জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু।

এ সময় জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের একটি দেশ। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই এ দেশের সব ধর্মের মানুষকে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা তার আদর্শই বাস্তবায়ন করে যাব।’

তিনি বলেন, ‘জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরও নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।’

জাপায় যোগদান করা বিএনপি নেতা সৈয়দ মনজুর হোসেনকে অভিনন্দন জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো শোকাহত। আপনাদের এ যোগদান শোককে শক্তিতে পরিণত করবে।’

এ সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর মঞ্জুকে বিএনপি থেকে অব্যাহতি দিলো দল।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন