
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর আলাদা স্থান থেকে অজ্ঞাতনামা একটি শিশু ও এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে স্থানীয় থানা পুলিশ এ লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বাঘলপুর নামক স্থানে পদ্মা নদীতে অজ্ঞাতনামা ৮ বছরের এক শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে উদ্ধারকৃত মরদেহ দুটির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আইএ/পাবলিক ভয়েস

