
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে আজ চট্টগ্রামে সমাবেশ হচ্ছে। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর থেকেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এদিকে আড়াই সপ্তাহ আগে সমাবেশ করার অনুমতি চাওয়া হলেও মাত্র ২১ ঘণ্টা গতকাল আগে ২৭টি শর্ত দিয়ে বিএনপিকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ।
আজ শনিবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তবে বিএনপির পক্ষ থেকে নগরের লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বর কিংবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছিল।
নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো.আব্দুল ওয়ারীশ খান জানিয়েছেন, ২৭টি শর্তে বিএনপিকে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে- নাসিমন ভবনের সামনের দুই লেইনের সড়কের পূর্বপাশে সমাবেশ করা, কোনোভাবেই পশ্চিম পাশে গাড়ি চলাচল বন্ধ না করা, মিছিল নিয়ে সমাবেশস্থলে না আসা, সমাবেশস্থলে আসা কেউ যাতে লাঠিসোটা, রড, দেশীয় অস্ত্র বহন না করে; উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য-স্লোগান না দেয়া এবং সমাবেশস্থলের আশপাশে শুধু মাইকের ব্যবহার।
/এসএস

