
পাবলিক ভয়েস : আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
শপথ অনুষ্ঠানে যায়নি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা। আগে গতকাল বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি ঐক্যফ্রন্টের নেতারা। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সামনের সপ্তাহে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে ছিল কঠোর নিরাপত্তাবেষ্টনী।
শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছুনোর পর নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ঐ এলাকায় নজরদারী বাড়িয়ে দেয়। দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় সংসদ ভবনে।