শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান করলো ববি ছাত্রলীগ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)।

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কীর্তনখোলা নদীর উপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর মাহেন্দ্র ও অটোগুলোর টোল ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির সমাধান হলো।

গতকাল বুধবার (১৭ই জুলাই) রাতে টোলের স্বত্বাধিকার মাহফুজ খানের সাথে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা। এ সময় তারা সিন্ধান্ত নেন অটো ও মাহেন্দ্রের টোল ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হবে। একই সাথে সিন্ধান্ত নেয় ১০টি অটো ও মাহেন্দ্রতে বিশ্ববিদ্যালয়ের লোগো লাগানো হবে। এই পরিবহনগুলোতে শুধু ববির ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে পারবে। এতদিন অতিরিক্ত টোল ভাড়ার কারণে রূপাতলি থেকে ক্যাম্পাসে আসতে মাহেন্দ্র ও অটোগুলো ক্যাম্পাস অভিমুখে আসতে গড়িমসি করতো। ফলে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। টোল ভাড়া কমানোর ফলে শিক্ষার্থীদের সে ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়া এই ১০ মাহেন্দ্রা এবং অটোগুলা ববি শিক্ষার্থীদের কে রাত ১২টা পর্যন্ত বহন করবে। এবং চালকদের  ফোন নাম্বার রাখা হয়েছে যে কোনো জরুরী মুহূর্তে তাদেরকে পাওয়া যাবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, আলীম সালেহী, শাহজালাল ইয়ামীন, ফজলুল হক রাজিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, “রুপাতলি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আসার সময় অতিরিক্ত টোল ভাড়ার যে পরিবহন সংকটে পরতো, আশাকরি আগামীকাল থেকে তা আর হবে না।

আলীম সালেহী বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক যেকোন সমস্যা সমাধানে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করে যাবো। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধায় সব সময় পাশে থাকবে ববি ছাত্রলীগ।

মন্তব্য করুন