
সদ্য প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। দুপুরে দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান, দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
সংবাদ সম্মেলনে রাঙ্গা জানান, দলীয় গঠনতন্ত্রের ২০ ধারার ১ এর ক এবং ২ অনুযায়ী দলের সাবেক চেয়ারম্যানের সিদ্ধান্ত মতে জি এম কাদের বর্তমানে দলের চেয়ারম্যান।
এসময় জি এম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো ধরনের বিভেদ, দ্বন্দ্ব ও মতানৈক্য নেই, দল ঐক্যবদ্ধ আছে, থাকবে। সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন তা দলীয় সিদ্ধান্ত নিয়ে সংসদের স্পিকার ও সংসদ নেতাকে জানানো হবে বলেও তিনি জানান জি এম কাদের।
এইচ এম এরশাদের চিকিৎসার সময় যারা তার পাশে ছিলেন তাদের সবার প্রতি দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান জিএম কাদের। গণমাধ্যমকেও আলাদাভাবে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে শিগগির কাজ শুরু করা হবে।
/এসএস

