
ফয়সাল আরেফিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)তে বাস সংকট ও ডাবল শিফট সংক্রান্ত ঝামেলা হ্রাস করতে অত্র বিশ্ববিদ্যালয়ে চক্রাকার বাস আনার প্রাথমিক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে জবি প্রশাসন। পাবলিক ভয়েস টোয়েন্টিফোর-এর সাথে একান্ত সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল প্রশাসক আবদুল্লাহ আল-মাসুদ।
উক্ত চক্রাকার বাসের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা প্রাথমিকভাবে জবি, গুলিস্তান, কমলাপুর, যাত্রাবাড়ী ও জবি রুটে চলবে বলে জানান তিনি। এই বাস ক্যাম্পাসে অবস্থান করবেনা বিধায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো জায়গা দখল করবেনা, যার ফলস্বরূপ ক্যাম্পাসে যত্রতত্র পার্কিং হ্রাস পাবে।
এছাড়াও যেখানে সেখানে বাস, মোটরসাইকেল ও শিক্ষকদের গাড়ি পার্কিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের ক্যাম্পাস ছোট বিধায় ছাত্র পরিবহনের বাস রাখার আলাদা কোনো জায়গা নেই তাই অনেক বাস ড্রাইভার আলস্যদোষে সাধারণের চলার পথে বাস রেখে ছোটখাটো কাজে যান।” নতুন ক্যাম্পাসে বাস রাখার জন্য বিশেষ জায়গা রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র সাজিদ ইমন বলেন, ‘চক্রাকার বাসের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কিছুটা হলেও স্বস্তি মিলবে।’
উল্লেখ্য গত ০৭ জুলাই সাত দফা দাবীতে অনশনে বসেন বিভিন্ন বিভাগের প্রায় ১১ শিক্ষার্থী। যার ফলশ্রুতিতে পরদিনই দাবীগুলো সম্বন্ধে পদক্ষেপ ও প্রশাসনের মন্তব্য বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়। এর ২য় দাবী বিশ্ববিদ্যালয়ের বাসের ডাবল শিফট্ চালু করণ সম্পর্কিত, এ বিষয়ে প্রশাসনের মন্তব্য ছিল-
“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনের জন্য বর্তমানে ৩৫টি বাস ও মাক্রোবাস চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আরো ১০টি বাস এবং ১টি দ্বিতল বাস ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যেই অগ্রিম মূল্য পরিশোধ করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের আগস্টের মধ্যে বাসগুলি সরবরাহ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে বাসগুলির অন্তর্ভুক্তিতে পরিবহন সমস্যার সমাধান হবে। তাছাড়া অবস্থানগত কারণে এবং পুরান ঢাকার যানযটনের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বাসের ডাবল শিফট্ চালু করা প্রায় অসম্ভব। এ প্রেক্ষিতে উপরোক্ত ১১টি বাস পরিবহন পুলে যুক্ত হলে প্রতিটি রুটে বাসের সংখ্যা দ্বিগুণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। ফলশ্রুতিতে ছাত্র-ছাত্রীদের বিদ্যমান পরিবহন সমস্যার সমাধান হবে।
আইএ/পাবলিক ভয়েস

