রাবি নৃবিজ্ঞান বিভাগের বর্ষাকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

মুজাহিদ হোসেন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:বর্ষ (বর্ষাকাপ) ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ১৭তম ব্যাচ (মাস্টার্স) ও ২১তম ব্যাচ (প্রথম বর্ষ)। ম্যাচে উত্তেজনা ছড়িয়ে মাস্টার্স জয়ী হয়। দিনের অপর খেলায় ১৮তম ব্যাচ (চতুর্থ বর্ষ) ও ২০তম ব্যাচ (দ্বিতীয় বর্ষ) এর খেলায় জয়ী হয় চতুর্থ বর্ষ।

মঙ্গলবার (১৬জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ রয়, সহকারী অধ্যাপক ড. আলতাফ হোসেন সহ বিভাগের প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেন এর সঞ্চালনায় অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ বলেন, ‘আমরা প্রতিবারই এমন খেলা আয়োজন করে থাকি যেখানে শিক্ষক শিক্ষার্থীরা একসাথে খেলায় অংশগ্রহন করে। এতে করে আমাদের শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আরও দৃঢ় হয়।

এছাড়া তিনি বলেন খেলায় এমন কোন দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ আগামী ২২ জুলাই বিকেলে ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হবে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন