ববিতে সেইভের ওয়ার্কশপ শেষে কমিটি গঠন

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

সাব্বির আহমেদ,ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেইভের ‘Students Against Violence Everywhere (SAVE)’ দুইদিনব্যাপী ওয়ার্কশপ সম্পন্ন । ১৫-১৬ ই জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আইএফইএস , ইউকে এইড-এর সহযোগিতায় ”promoting peace, tolerance and diversity” এর উপর দুইদিনব্যাপী ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । ওয়ার্কশপটি পরিচালনা করেন সেইভের মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম।

দুইদিনব্যাপী ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুস্মিতা রায় , সহকারী অধ্যাপক মাসুম সিকদার , সহকারী অধ্যাপক মেহেদী হাসান,সহকারী অধ্যাপক সোহেল রানা , সহকারী অধ্যাপক আল আমিন , লেকচারার মো: সানবিন ইসলাম , লেকচারার ফারহানা আক্তার তানিয়া ও লেকচারার মনিরা আক্তার।

মঙ্গলবার ১৬ ই জুলাই ওয়ার্কশপের শেষ দিনে বরিশাল : বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ কে এম মাহবুব হাসান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেইভের মডারেটর আইনুল ইসলাম। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন জ্ঞানের সঞ্চার হয়।এই ধরনের ওয়ার্কশপ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার মো: সানবিন ইসলামকে মডারেটর করে সেইভ চ্যাপটার ‘SAVE Chapter” নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষনা করা হয়।শিক্ষার্থী শাহরিয়ার আদনানকে কো প্রেসিডেন্ট ও আমিনা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন