ড. শিরীণ আখতারের সঙ্গে চবি ছাত্রলীগের নবগঠিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

নাজমুল হাসান, চবি: বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃতে ছাত্রলীগের নেতাকর্মীরা চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ ১৬ জুলাই বিকাল ৩ টায় উপাচার্যের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা।

প্রফেসর ড. শিরীণ আখতার তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ, চবি শাখার নবগঠিত নেতৃবৃন্দকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এতদাঞ্চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। শুরু থেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনে এ প্রতিষ্ঠানের রয়েছে যথেষ্ট সুনাম-সুখ্যাতি। এ অর্জন ধরে রাখার দায়িত্ব আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের।

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা দেশ-জাতির ভবিষ্যৎ কর্ণধার। দেশ-জাতির আশা-আখাঙ্খা পূরণে তাদেরকে নিবেদিত প্রাণে জ্ঞান-গবেষণায় লিপ্ত হতে হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমান চলমান শিক্ষার সুষ্ঠু-শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশ অক্ষুন্ন রাখতে ছাত্রলীগের নবগঠিত নেতারা সকল ছাত্র-ছাত্রীকে সাথে নিয়ে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. শিরীণ আখতার বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মৌলবাদ-জঙ্গীবাদ বিরোধী সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস। ড. শিরীণ আখতার বাংলাদেশ ছাত্রলীগের এই গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে পঠন-পাঠনে অধিকতর মনোযোগী হয়ে নিজেদের সৎ-যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে নিবেদিত প্রাণে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় চবি সহকারী প্রক্টরবৃন্দ এবং চবি ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পূর্বাহ্নে ছাত্রলীগ নেতৃবৃন্দ চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন