উচ্চতর প্রশিক্ষণের জন্য চবি ১০ শিক্ষার্থীর জাপান যাত্রা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নারা উইম্যান ইউনিভার্সিটির ইতোপূর্বে সম্পাদিত চুক্তির আলোকে জেএসটি সাকুরা সাইন্স প্রোগ্রাম ২০১৯ এর অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ১০ জন ছাত্রী উক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন-এর নেতৃত্বে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে আগামী ২০ জুলাই ২০১৯ তারিখ জাপানের নারা উইম্যান ইউনিভার্সিটির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখ্য, আগামী ২১ জুলাই থেকে ২৭ জুলাই ২০১৯ পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

এ উপলক্ষে আজ ১৪ জুলাই দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার-এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) জাপানের গমনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং জাপানে অবস্থানকালীন সময়ে তাদের উচ্চতর প্রশিক্ষণ যাতে ফলপ্রসু হয় সেজন্য তিনি শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান এবং এ প্রশিক্ষণ যাতে দেশের জনকল্যাণে কাজে লাগে সেজন্য তাদেরকে বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম এবং উক্ত চুক্তির ফোকাল পার্সন ও চবি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম রায়হান সরকার উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত চুক্তির আলোকে ইতোপূর্বে ২০১৭ সালে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলমের নেতৃত্বে ১০ জন শিক্ষার্থী এবং ২০১৮ সালে উক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. জরিন আখতারের নেতৃত্বে ১০ জন শিক্ষার্থী জাপানের নারা উইম্যান ইউনিভার্সিটিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন