
চবি প্রতিনিধি: ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘আমার বোনের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীমা সীমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা, সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব, চবি ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী এবং সাধারণ শিক্ষার্থী বর্ষা চাকমাসহ প্রমুখ।
শামসুন নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা তার বক্তব্যে বলেন, “ধর্ষণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন হতে হবে। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং অল্প সময়ের মধ্যে ধর্ষণ মামলার বিচার কার্যগুলো যেন সম্পন্ন করা হয়। মৃত্যদণ্ডের শাস্তি প্রণয়ন করা হলে সবাই ধর্ষণ করতে ভয় পাবে”।
সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব বলেন, “ধর্ষণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। সুশিক্ষার মাধ্যমে সমাজের সকলের মধ্যে নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। ধর্ষণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিচার প্রক্রিয়া বন্ধ করে অতি দ্রুত ধর্ষককে বিচারের আওতাধীন করতে হবে। চরম বিপর্যের সম্মুখীন হবার আগে আমাদের সকলকে সচেতন হতে হবে”।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবরিনা চৌধুরী তার বক্তব্যে বলেন, “ধর্ষকের মৃত্যদণ্ডের দাবি আমাদের সকলের দাবি। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাইকে সচেতন করতে হবে। মৃত্যুদপণ্ডের বিধান চালু করলে ধর্ষণের মাত্রা অনেকাংশে কমে যাবে”।
এছাড়া মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ধর্ষণ একটি ভয়ংকর ব্যধি। সকলকে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিশেষকরে নারীদের এগিয়ে আসতে হবে। সমাজ থেকে ধর্ষণ করার এই নিকৃষ্ট মনোভাব দূর করতে হবে। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান নেই বলে কিছু মানুষ এইসব নিকৃষ্ট কাজে লিপ্ত হয়। তাই সরকারের প্রতি তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাই।
/এসএস

