চবি ছাত্রলীগের নতুন নেতৃত্বে রুবেল-টিপু

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

নাজমুল হাসান, চবি: বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আগামী ১ বছরের দুই সদস্য বিসিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মো. রেজাউল হক রুবেল কে সভাপতি এবং মো. ইকবাল হোসেন টিপু কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ রোববার রাত ১টায় (১৪ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ তথ্য জানান।

সভাপতি রেজাউল হক রুবেল ক্যাম্পাসের বগিভিত্তিক সংগঠন সিএফসির নেতা ও আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুলী নওফেলের অনুসারী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন টিপু বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী।

এর আগে মো. রেজাউল হক রুবেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি ও মো. ইকবাল হোসেন টিপু উপগ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

রেজাউল হক রুবেল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ও ইকবাল হোসেন টিপু মাকেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রেজাউল হক রুবেলের বাড়ি ফেনী এবং মো. ইকবাল হোসেন টিপুর বাড়ি নোয়াখালী।

উল্লেখ্য, নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে সাত মাস স্থগিত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

মন্তব্য করুন