হাজীদের সতর্ক করল বাদশা সালমান

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৯

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সউদী আরবে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরনের রাজনৈতিক বা মতাদর্শকেন্দ্রিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত মঙ্গলবার সউদী আরবের মন্ত্রিসভায় এ বিষয়ে বাদশাহর ফরমান পড়ে শোনানো হয়।

যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সউদী বাদশাহ সালমান। সউদী আরবের তথ্যমন্ত্রী তুর্কি বিন আবদুল্লাহ শাবানাহ বাদশাহর পক্ষে নির্দেশনাগুলো পড়ে শোনান।

এতে বাদশাহ সালমান বলেন, হজযাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সম্প্রদায়িক স্লোগান দেওয়ার বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন