
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সউদী আরবে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরনের রাজনৈতিক বা মতাদর্শকেন্দ্রিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত মঙ্গলবার সউদী আরবের মন্ত্রিসভায় এ বিষয়ে বাদশাহর ফরমান পড়ে শোনানো হয়।
যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সউদী বাদশাহ সালমান। সউদী আরবের তথ্যমন্ত্রী তুর্কি বিন আবদুল্লাহ শাবানাহ বাদশাহর পক্ষে নির্দেশনাগুলো পড়ে শোনান।
এতে বাদশাহ সালমান বলেন, হজযাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সম্প্রদায়িক স্লোগান দেওয়ার বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
আইএ/পাবলিক ভয়েস