আ’লীগের উপদেষ্টা হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী। রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তি‌তে এমন তথ্য জানানো হয়।

ইনাম আহমদ চৌধুরী গত ১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির মনোনয়ন পান খন্দকার আবদুল মুকতাদির। এরপরই মূলত ক্ষোভ ও অভিমান থেকে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

ইনাম আহমদ চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ২৯শে জুন সিলেটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন এবং পরবর্তীতে অক্সফোর্ডে স্নাতকোত্তর অধ্যায়ন করেন। ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র-সংসদের জেনারেল সেক্রেটারি থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্যে কলেজ থেকে বহিষ্কৃত হন। ছাত্রজীবনে মাসিক প্রভাতী ও ছোটগল্প সংকলন নতুন ছবি প্রকাশ করেন। পরবর্তীতে মাসিক যমুনারও সম্পাদক ছিলেন।

১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। ব্যাংককে জাতিসংঘের ‘এস্কাপ’ কমিশনের সেক্রেটারি, আই.ডি.বি’র ভাইস প্রেসিডেন্ট। লন্ডনস্থ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আই.এম.ও) নির্বাচিত সভাপতি। লন্ডনে ইকোনমিক মিনিস্টার পদে থাকাকালে লন্ডনস্থ অর্থনৈতিক প্রতিনিধিবর্গের এসোসিয়েশনের প্রেসিডেন্ট। ‘ই.আর.ডি’র সচিব হিসেবে বিশ্বব্যাংক ও এ.ডি.বি’র বিকল্প গভর্নর, প্রতিমন্ত্রী পদমর্যাদায় সরকারের প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন।

চাকরি জীবন শেষে তিনি রাজনীতিতে যুক্ত হন। বিএনপির রাজনীতি যুক্ত হয়ে দলে শীর্ষ নেতৃত্বে আসীন হন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হওয়া পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

/এসএস

মন্তব্য করুন