নৈতিক পদস্খলনের দায়ে কলরবের শিল্পী ‘শামিম আহমেদ’কে অব্যহতি

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯

নৈতিক পদস্খলন ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন কলরবে থাকা কিশোর শিল্পী শামিম আহমেদকে কলরবের সকল কার্যক্রম থেকে অব্যহতি দিয়ে একটি ঘোষণা প্রকাশ করা হয়েছে।

কলরবের নির্বাহী পরিচালক সাইদ আহমেদ ও যুগ্ম নির্বাহী পরিচালক ও হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান তাদের ফেসবুক পোস্টে ও পাবলিক ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কলরবের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় জানানো হয়েছে,

গত ৩১শে মে ২০১৯ শুক্রবার বিকেল ৩ টায় কলরবের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে নানারকম বিশৃঙ্খলা, নৈতিক পদস্খলন ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কিছু কার্যক্রম এর প্রমাণ পাওয়ায় কিশোরশিল্পী শামিম আহমাদকে ‘জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’ থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। সে থেকে কলরবের ঈদ পরবর্তী প্রোগ্রামসহ কলরবের সকল আয়োজনেই তার অংশগ্রহণ বন্ধ ছিল। তার গাওয়া দুটি সংগীত রিলিজের অপেক্ষায় থাকলেও এসব কারণে সংগীত দুটিও রিলিজ করা হয়নি আর। সুতরাং তার পরিচয় কলরব হিসেবে না দেয়ার জন্য অনুরোধ রইল।

তারা এ বিষয়ে আরও লেখেন, সাধারণত কলরবের ভেতরকার সব বিষয় আমরা ফেসবুকে লিখি না তাছাড়া এসব ফেসবুকে লেখার বিষও না। তারপরও এ অব্যাহতির বিষয়টা ফেসবুকে দেয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু শামিমের আত্মহত্যার হুমকির কারণে আমরা তা প্রকাশ করিনি । গতকালও সে একইভাবে ফেসবুকে পাবলিক পোস্ট করে আত্মহত্যার হুমকি দেয়। এরকম কোন অঘটন যদি ঘটে এর দায়ভার নেবে কে! তারপরও বিষয়টা যেহেতু এখন কলরবের ভাবমূর্তি ক্ষুন্ন করছে সেহেতু আমরা আমাদের অবস্থান পরিস্কার করলাম।

প্রসঙ্গত : এক নারীর সাথে হোটেলরুমে কিশোরশিল্পী শামিম আহমেদের কয়েকটি আপত্তিকর ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়লেও বিষয়টি অনেক আগেই কলরবের মধ্যে প্রকাশ হয়ে পড়ে। এবং তারা এ বিষয়ে শাস্তিমূলক ব্যাবস্থাও গ্রহণ করে।

তবে পাবলিক ভয়েসের অনুসন্ধানে জানা গেছে, গত রমজানে শামিম আহমেদ তারাবিহ পড়াতে গেলে সেখানে তার সঙ্গের অন্য এক ব্যাক্তি তার এই ব্যাক্তিগত ছবিগুলো মোবাইল থেকে অন্যায়ভাবে নিয়ে যায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা সাইবার ক্রাইম অপরাধের আওতায় পড়ে। এবং বিষয়টি প্রকাশ হয়ে পড়ার পর ভূক্তভোগী শামিম আহমেদ আত্মহত্যার হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়। তার পোস্টের পর প্রতিবেদকের সাথে তার কথা হয় এবং তাকে বুঝিয়ে শুনিয়ে এমন কাজ থেকে নিবৃত করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত এ কাজ থেকে তিনি বিরত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার কারণে সে সামাজিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।

তবে এসব বিষয়ে বেশ কয়েকজনের আলাপ করলে তারা  মতামত দিয়ে বলেছেন, ‘কলরবের উচিত শিল্পীদের জন্য বিশেষ তারবিয়াতের ব্যাবস্থা করা এবং তাদের নৈতিকতা রক্ষায় সদা সচেষ্ট থাকতে আরও কঠোর হওয়া’ সাথে সাথে কলরবের উঠতি শিল্পীরা যেন তাদের সকল কার্যক্রমের ব্যাপারে সর্বোচ্চ থাকে এ ব্যাপারে সার্বিক নজরদারী রাখা।

মন্তব্য করুন