স্টুডিওতে মদীনা প্রেমের গজল গাইলেন ‘হাফিজুর রহমান সিদ্দিক’

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

বাংলাদেশের জননন্দিত বক্তা ও ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক স্টুডিওতে গিয়ে গজল গাইলেন। বিশিষ্ট ধারাভাষ্যকার ও গ্রাফিক ডিজাইনার ইবরাহিম কোব্বাদীর ‘সাউন্ড আর্ট স্টুডিও’তে তিনি ‘মদিনা যাইতে পারলাম না’ শিরোনামে একটি না’তে রাসুল প্রকাশ করেছেন।

সাউন্ড আর্ট স্টুডিও সূত্রে জানা গেছে, একটি গজল রিলিজ হলেও মাওলানা হাফিজুর রহমান মোট ছয়টি গজল গেয়েছেন। সাউন্ড আর্টের ইউটিউব চ্যানেলে গজলটি রিলিজ করা হলেও বাকি পাঁচটি গজল রিলিজের অপেক্ষায় আছে।

ইতিপূর্বে বাংলাদেশের আর এক জননন্দিত বক্তা ও ইসলামী আলোচক মুফতী হাবিবুর রহমান মিছবাহ বেশ কয়েকটি গজল গেয়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। “আমি বাংলাদেশ, আমার জন্ম একাত্তরে” “আমি স্বপ্ন হবো” , “রাখলে দাড়ি চুল কাঁটিলে জঙ্গী নয়তো সে” ইত্যাদি শিরোনামে মুফতী হাবিবুর রহমান মিছবাহর গজলগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলো।

ধারণা করা হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর গাওয়া গজলগুলোও শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পাবে।

গজল দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন