

আরব ভূপৃষ্ঠ লজ্জিত
মাহদী হাসান (রিয়াদ)
ধর্মীয় উপাসনালয়ে করতে পারে
মদ্য-শরাব পান
আরবের জমিনে বাজতে পারে হায়
বেশ্যা নারীর গান।
পাক ভূপৃষ্ঠেও খুলতে পারে
নগ্ন সিনেমা হল
মুসলিম একদিন পেতে হবে
এরই প্রতিফল।
মুসলিম তুমি করতে পারো শুধু
আফসোস আর পরিতাপ
ক্ষমতার লোভে মত্ত হয়ে ভাই
দিয়েছ পাপ সাগরে ঝাপ।
সরজমিনেই আমি দেখছি অধুনা
ফেরাউন আর নমরুদ
আর কত লাঞ্ছিত অপমানিত হলে
করবে তুমি প্রতিরোধ?