
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেউ সমর্থন করে না। আমরাও করি না। এতে পাবলিকের কাছে ভুল তথ্য যেতে পারে। নয়ন বন্ডের হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এটাকে তিনি এনকাউন্টার বলেছেন। এনকাউন্টার আর ক্রসফায়ার এক কথা নয়। সুতরাং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনও স্বীকৃতি নেই। ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টের মন্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
হাইকোর্টের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে- সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা তো দাবি করে না। এখানে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। এনকাউন্টার ও ক্রসফায়ার তো এক না। এখানে যা হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বক্তব্য দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারেন। স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ সমর্থন করে না। আমরাও করি না।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে, সেটা সরকার দেখবে। কিন্তু তিনি কি প্যারোলে মুক্তি চেয়েছেন? প্যারোলের কতগুলো নিয়ম আছে। কী অবস্থায় প্যারোলে মুক্তি চাইতে পারেন, সেটা যদি না থাকে, তাহলে প্যারোলে মুক্তি কীভাবে দেওয়া যাবে?’
প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দুই বিলিয়ন প্লাস ইনভেস্টমেন্টের চুক্তি তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায় না। চীন আমাদের উন্নয়ন পার্টনার। রোহিঙ্গাদের বিষয়ে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে; রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাঁরা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানরা আ.লীগ করতে পারবে কিনা এ বিষয়ে কয়েকবার বলেছি। এ বিষয়ে কোনও ঘাটতি আছে বলে আমার মনে হয় না। যারা দ্বিধা দ্বন্দ্বে আছেন, তারা আমার বক্তব্যে পরিষ্কার ধারণা পেয়েছেন বলে আশা করি।’
গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা করছে ১৪ দলের শরিকরা। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিক কিছু কারণ রয়েছে। এ খাতে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে মূল্যবৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

