
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার ফুসফুস ও কিডনির সমস্যা রয়ে গেছে। তবে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বনানীতে এক ব্রিফিংয়ে জি এম কাদের বলেন, ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকা মোটেই শুভ লক্ষণ নয়।
ব্রিফিংয়ে জি এম কাদের বলেন, এরশাদের ড্রাউজিনেস বেড়ে গেছে। প্রায় সময় ঘুমিয়ে আছেন। ডাক্তারদের মতে, ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে। সে কারণে উনার ঘুমের ভাব বেশি হয়েছে।
কাদের বলেন, তিনি এখন সচেতন অবস্থায় থাকছেন না, ঘুমিয়ে থাকছেন। এটা ডাক্তারদের কাছে ভালো মনে হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যেতে প্রস্তুত রয়েছে পার্টি- গতকাল জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন। কিন্তু জি এম কাদের আজ বৃহস্পতিবার বললেন, এরশাদ সিঙ্গাপুরে যাওয়ার মত শারীরিক অবস্থায় নেই।
এর আগে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এরশাদ।
জিআরএস/পাবলিক ভয়েস

