
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের।
কয়েকদিন ধরে জ্বর থাকায় দুর্বল বোধ করছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এরশাদ। চলতি বছরের শুরুতেও তিনি শারীরিক অসুস্থতার কারণে সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
এরশাদের অসুস্থতার বিষয়ে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার দেলোয়ার হোসেন জালালী বলেন, ‘কয়েকদিন ধরেই স্যারের শরীর খারাপ যাচ্ছে। গতকাল রাতে তাঁর শরীরে অনেক জ্বর হয়। এ জ্বর নিয়েই তিনি আজ সকালে সিএমএইচে ভর্তি হন।’ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানান জালালী।
২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী প্রচারে যোগ দেননি। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।
জিআরএস/পাবলিক ভয়েস

