

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
খুব শীঘ্রই আসছে ক্রাফ্ট স্টুডিও ও অনুপ্রাসের যৌথ প্রযোজনায় ইসলামী সংস্কৃতির ব্যতিক্রমধর্মী ও অনন্য সব আয়োজন।
ইসলামি সাংস্কৃতিক অঙ্গণে ক্রাফ্ট স্টুডিও এবং অনুপ্রাসের রয়েছে প্রচুর জনপ্রিয়তা। দু’টো প্রতিষ্ঠানই খুব সুনামের সঙ্গে নিজেদের কাজ সম্পাদন করে আসছে। সম্প্রতি ইসলামি সংস্কৃতিকে আরও বেগবান ও উন্নত করতে প্রতিষ্ঠান দু‘টি এক হয়ে কাজের সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার রেডিও টাচ মিলনায়তনে অনুপ্রাসের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আহাদ সালমান এর সভাপতিত্বে ক্রাফ্ট স্টুডিওর এর সিইও সাইদ জুবাইর এর সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ক্রাফ্ট স্টুডিও ও অনুপ্রাস যৌথ ভাবে কাজ করার জন্য সিদ্ধান্তটি গৃহীত হয়। অনুষ্ঠানে অনুপ্রাসের স্থায়ী কমিটি, শিল্পী ও সদস্যদের সম্মতিতে প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত হন নেছার আহমাদ। আলোচনা হয় সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও বিস্তারিত কার্যক্রম নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুপ্রাসের প্রতিষ্ঠাতা সিনিয়র পরিচালক ইয়াকুব হুসাইন সোহান, ইয়াসিন আহমাদ ও নেছার আহমাদ, আবুবকর ইমতিয়াজ ও মোহাম্মাদ ওবায়দুল্লাহ ছাড়াও কিশোর শিল্পীরা।
এখন থেকে অনুপ্রাসের সকল কার্যক্রম প্রকাশিত হবে ক্রাফ্ট স্টুডিও এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আইএ/পাবলিক ভয়েস