
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরো ৪টি নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। আজ (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড.রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতকে আরো বেগবান করতে ১টি অ্যাম্বুলেন্স,২টি এসি মিনি কোষ্টার, ১টি মাইক্রো হায়েচ গাড়ি উদ্ধোধন করেছেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সিণ্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান,প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিচুর রহমান প্রমুখ। এসময় উপাচার্যের নিকট গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং পরিবহন ক্রয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাজী আখতার হোসেন। এব্যাপারে উপাচার্য প্রফেসর ড.রাশিদ আসকারী বলেন, “বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে এই নতুন ৪টিসহ মোট ৮টি গাড়ি যুক্ত হয়েছে। আরও দুইটি হিনো বড় বাস শিক্ষার্থীদের জন্য অতি শীঘ্রই পরিবহন পুলে যুক্ত হবে।
তিনি বলেন, পরিবহন পুলে নিজস্ব গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে বাজেট ঘাটতি কমছে এবং পরিবহন সেকশন আত্মনির্ভরশীল হচ্ছে”। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড.মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতকে আরো বেগবান করতেই নতুন বাস,অ্যাম্বুলেন্স যোগ করা হয়েছে। সামনে শিক্ষার্থীদের জন্য ২ টি হিনো বাস নিয়ে আসা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ঈদের পরেই হয়তো বাসগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত হবে। শিক্ষার্থীদের বাসগুলো আধুনিক এবং উন্নতমানের হবে”।

