
এতিমের টাকা চুরি করায় খালেদা জিয়াকে বিচারিক আদালত এবং আপিল আদালত সাজা দিয়েছেনে বলেন আইনমন্ত্রী আনিসুল।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরি করায় খালেদা জিয়াকে বিচারিক আদালত এবং আপিল আদালত সাজা দিয়েছেন।
তিনি বলেন, বিচারিক আদালত সাজা দিয়েছিল পাঁচ বছর। আপিল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন।
মন্ত্রী এর আগে চরফ্যাশন বজ্রগোপাল টাউন হলে জেলা ও দায়রা জজ আদালত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণায় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ও আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ।
জিআরএস/পাবলিক ভয়েস

