

জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর ধারাবাহিক সাংস্কৃতিক কর্মশালা হিসেবে ২৩ তম সাংস্কৃতিক কর্মশালার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
ইসলামী সংগীতের স্বপ্নদ্রষ্টা মরহুম আঈনুদ্দিন আল আজাদ রহ. এর হাত ধরে সর্বপ্রথম এই কর্মশালার আয়োজন করা হয়েছিলো।
এরপর ধারাবাহিকভাবে ২২ টি ব্যাচের কর্মশালা থেকে অসংখ্য ইসলামী সংগীতশিল্পী তৈরি হয়েছে সারাদেশে। দেশ-বিদেশে যাদের সংগীত জনপ্রিয়তা পেয়েছে।
“প্রতিভা বিকশিত করো, সুন্দর আগামী গড়ো” শ্লোগানকে সামনে রেখে ১৫ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে ২৩ তম কর্মশালার ভর্তি কার্যক্রম।
১২ জুলাই শুক্রবার থেকে শুরু হবে উদ্বোধনী ক্লাশ।
উদ্বোধনী ক্লাশের পর তিনমাস ব্যাপী প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ক্লাশ চলবে ধারাবাহিকভাবে।
সাংস্কৃতিক কর্মশালায় রয়েছে; পবিত্র কুরআন সহিহভাবে পড়তে পারা, হামদ-নাত ইসলামি সংগীত, আবৃত্তি ও উপস্থাপনাসহ ইসলামি সাংস্কৃতির অনুসঙ্গমূলক যে কোনো বিষয়ে এখানে হাতে-কলমে প্রশিক্ষন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশিক্ষন সংশ্লিষ্ঠরা।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কলরব’র প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদাউস ও কলরবের পরিচালক শাহ্ ইফতেখার তারিক।
প্রশিক্ষন দেবেন কলরবের সিনিয়র শিল্পী ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, মুহাম্মাদ বদরুজ্জামান, আবু রায়হান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, ইলিয়াস হাসান, ওমর আবদুল্লাহসহ কলরবের সিনিয়র শিল্পিবৃন্দ।
ভর্তি ফরম সংগ্রহ করাসহ প্রক্রিয়া জানার জন্য কলরবের কেন্দ্রীয় কার্যালয়ে (১৮ পুরানা পল্টন, পল্টন প্লাজা ৫ম তলা, ঢাকা-১০০০) যোগাযোগ করতে হবে বা এই নাম্বারে (০১৭১১২৪৫১৫৭) যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন কলরবের দায়িত্বশীলরা।